logo

orangebd logo
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়-

ক. ৮ মার্চ খ. ২০ জুন

গ. ১৮ মার্চ ঘ. ১ জুলাই

২. আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়_

ক. ১৫ জুন খ. ৩১ মে

গ. ২৫ জুন ঘ. ২৬ জুন

৩. নেপালে কততম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো-

ক. ১৫তম খ. ১৪তম

গ. ১৮তম ঘ. ১৩তম

৪. বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়_

ক. ৯ আগস্ট খ. ৮ আগস্ট

গ. ৩০ মার্চ ঘ. ৬ এপ্রিল

৫. বঙ্গবন্ধু কোথায় ছয়দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন?

ক. ভারত খ. শ্রীলঙ্কা

গ. লাহোরে ঘ. আফ্রিকা

৬. টুকটুক ইকো ভিলেজ কোথায় অবস্থিত?

ক. মাদলা, বগুড়া

খ. রামগড়, খাগড়াছড়ি

গ. টিকুরিয়া, ময়মনসিংহ

ঘ. কিল্লামুড়া, রাঙামাটি

৭. ৩৫তম জি-৮ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়_

ক. ইতালি খ. জাপান

গ. ফ্রান্স ঘ. জার্মানি

৮. নাসা -এর সদর দপ্তর কোথায়

ক. পেন্টাগন খ. সুইডেন

গ. জেনেভা ঘ. সিঙ্গাপুর

৯. 'গ্রিনপিস' কোন দেশের পরিবেশ সংস্থা?

ক. অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড

গ. যুক্তরাজ্য ঘ. যুক্তরাষ্ট্র

১০. কাজী নজরুল ইসলামকে একুশে পদক দেয়া হয়-

ক. ১৯৭৬ সালে খ. ১৯৭৫ সালে গ. ১৯৭৭ সালে ঘ. ১৯৭৮ সালে

১১. ওআইসির এর সদর দপ্তর কোথায় ?

ক. সুরিনাম খ. আইভরিকোস্ট

গ. কাতার ঘ. জেদ্দা

১২. সিরডাপ-এর সদর দপ্তর কোথায়?

ক. ঢাকা খ. থাইল্যান্ড

গ. শ্রীলঙ্কা ঘ. ভারত

১৩. সিরডাপ-এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ক. ১২টি খ. ১৪টি

গ. ১৩টি ঘ. ১৫টি

উত্তরমালা : ১. ক ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ ।

খবরটি পঠিত হয়েছে ১০১ বার
font
font
সর্বাধিক পঠিত
আজকের ভিউ
পুরোন সংখ্যা
Click Here
সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান । ব্যবস্থাপনা সম্পাদক - কাশেম হুমায়ুন ।
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com
Copyright thedailysangbad © 2017 Developed By : orangebd.com.
close