logo

orangebd logo
শফিউল দলে ফিরলেন ফিটনেসে উন্নতি করে
সংবাদ স্পোর্টস ডেস্ক

বোলিং নিয়ে তেমন প্রশ্ন নেই। শফিউলকে নিয়ে নির্বাচকদের মূল ভাবনা ফিটনেস নিয়ে। এই ভালো তো এই খারাপ; দলে তাই অনিয়মিত শফিউল। কিন্তু এবার শফিউলের ফিটনেসের অবস্থায় সন্তুষ্ট নির্বাচকরা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও স্থান পেয়েছেন শফিউল। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই পেসার শুভাশীষ রায়। গত কিছুদিন ধরে দলে আসা-যাওয়া করেন নিয়মিত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলেছেন। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয়া হয় চোট নিয়ে দুর্ভাবনায়। বিপিএলে দুর্দান্ত বোলিং করছিলেন, কিন্তু শেষ দিকে চোটে বিশ্রাম। যে কারণে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। ভারত সফরের স্কোয়াডে ছিলেন। হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে খেললেও ছিলেন না টেস্টে। এরপর শ্রীলঙ্কা সফরে আবার বাদ। নির্বাচকদের যুক্তি ছিল, নিজেকে টানা ফিট রাখতে পারেন না শফিউল। শ্রীলঙ্কার প্রচ- গরমে অসুস্থ হওয়ার শঙ্কাও ছিল।

কিন্তু নির্বাচকরা বারবার বলেছেন, বোলিং স্কিলে দেশের সেরা পেসারদের একজন শফিউল। আপত্তি ফিটনেস নিয়ে। এখন তার ফিটনেসে খুশি প্রধান নির্বাচক। ইংল্যান্ডের কন্ডিশনও একটা ব্যাপার। বলেন, 'বিপিএলে আহত না হলে ও অনেকগুলো সিরিজেই দলে থাকত। এছাড়া ম্যানেজমেন্ট থেকে কিছু নেতিবাচক মনোভাব ছিল যে টানা ম্যাচ খেলা ওর জন্য কঠিন হয়ে যায়। তাই ওকে আমরা শ্রীলঙ্কায় নেইনি। কারণ শ্রীলঙ্কায় অনেক গরম ছিল, ওখানে টানা ম্যাচ খেলা ওর জন্য কঠিন ছিল। এখন ওর ফিটনেস লেভেল ঠিক আছে। যেহেতু ঠা-া কন্ডিশনে খেলব, সেহেতু ও টানা ম্যাচ খেলতে পারবে।' আয়ারল্যান্ডে একটি ওয়ানডে খেলেছেন শফিউল। ২০১০ সালে সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ওই সফরেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জয়ে নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ওয়েবসাইট।

খবরটি পঠিত হয়েছে ১০১ বার
font
font
সর্বাধিক পঠিত
আজকের ভিউ
পুরোন সংখ্যা
Click Here
সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান । ব্যবস্থাপনা সম্পাদক - কাশেম হুমায়ুন ।
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com
Copyright thedailysangbad © 2017 Developed By : orangebd.com.
close