logo

ঢাকা, শুক্রবার ৫ ফাল্গুন, ১৯ জমাদিউল আউয়াল ১৪৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

orangebd logo
রোল বল বিশ্বকাপ আজ শুরু
ক্রীড়া বার্তা পরিবেশক

২০১১ সালে যৌথভাবে ওডিআই বিশ্বকাপ ও ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। অংশগ্রহণকারী দলের ভিত্তিতে বাংলাদেশে সবচেয়ে বড় আয়োজন ছিল ১৯৭৮ সালের যুব এশিয়া কাপ। ফুটবল, ক্রিকেট, হকি সব ডিসিপ্লিনকে ছাড়িয়ে যাচ্ছে রোলবল।

আজ থেকে শুরু হওয়া চতুর্থ রোলবল চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা উভয় বিভাগ মিলিয়ে অংশ নিচ্ছে ৪০টি দেশ। ৪০ দেশের প্রায় সাড়ে সাতশ খেলোয়াড় এতে অংশ নেবেন। বিকেল ৩টায় বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় হংকংয়ের মুখোমুখি হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল। ২৩ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নিতে গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন করে সেস্নাভেনিয়া ও লাটভিয়া। সেস্নাভেনিয়াই টুর্নামেন্টের একমাত্র দেশ যাদের শুধু মহিলা দল ঢাকায় এসেছে। তবে সমস্যার মধ্যে রয়েছে সেস্নাভানিয়া। সাতজনের আসার কথা ছিল, দুইজন আসতে পারেননি টিকিট জটিলতায়। তাই পাঁচজন নিয়ে এখন তারা মাঠে নামতে পারবে কিনা তা তাদের অজানা!

গত আসরে তারা পঞ্চম হয়েছিল বলে জানান অধিনায়ক নিনা ওলকার। সেস্নাভেনিয়ার মোট জনসংখ্যা ২১ লাখের মতো আর ঢাকায় আছে প্রায় দুই কোটি মানুয়ের জনবসতি। এত লোক এক সঙ্গে দেখে তার ও তার দলের বাকি সদস্যদের অনুভূতি, 'তোমাদের এখানে এত মানুষ যা আমরা সচরাচর দেখি না। আর আমাদের দেশে এখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তাই উপভোগ করছি আমরা।'

নিজে ছিলেন আইস হকি খেলোয়াড়, খেলেছেন হ্যান্ডবলও। আর পেশা হিসেবে তিনি এখন আইস হকির কোচ। সেখানে শিশুদের শেখান দেশের মহিলা জাতীয় দলে খেলা নিনা, 'খেলাটি একেবারে নতুন, আমাদের দেশে সামান্য কয়েকজন খেলোয়াড় এটি খেলে তবে এটি ধীরে ধীরে বিকশিত হচ্ছে। বাংলাদেশের আয়োজন দেখে ভালো লাগছে।'

দলের অন্য সদস্যরা পড়াশোনা করছেন, কেউ কোন পেশাদারি খেলোয়াড় নন বলেই জানালেন নিনা, 'সেস্নাভেনিয়ার সার্বিক খেলার মান ভালো, তবে একজন কম নিয়ে আমরা কী করব তা ভাবছি। অন্য দেশের একজনকে নেওয়া যায় কিনা সেটাও ভাবছি আমরা।' অবশ্য লাটভিয়ার মহিলা খেলোয়াড় ইগে উপভোগ করছেন বাংলাদেশের পরিবেশ। তার অনুভূতি, 'বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে দারুণ সময় কাটছে আমাদের। আজ আমরা পূর্ণ অনুশীলন করলাম, সবদিক থেকে আমরা প্রস্তুত। গতবার তৃতীয় স্থান অর্জন করেছিলাম, এবার আরও ভালো করতে চাই।'

খবরটি পঠিত হয়েছে ১০১ বার
font
font
সর্বাধিক পঠিত
আজকের ভিউ
পুরোন সংখ্যা
Click Here
সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান । ব্যবস্থাপনা সম্পাদক - কাশেম হুমায়ুন ।
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com
Copyright thedailysangbad © 2017 Developed By : orangebd.com.
close