logo

orangebd logo
দক্ষিণ ভারতে চায়ের দাম ৭ বছরে সর্বোচ্চ
অর্থনৈতিক বার্তা পরিবেশক

টানা দুই বছর ধরে ভারতে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে চায়ের দর। পানীয় পণ্যটির দাম বেড়ে বর্তমানে সাত বছরের মধ্যে সর্বোচ্চে চলে এসেছে। দি ইউনাইটেড প্লান্টার্স অ্যাসোসিয়েশনস অব সাউথ ইন্ডিয়া (ইউপিএএসআই) সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

ইউপিএএসআইয়ের চেয়ারম্যান সানিথ নায়ার জানান, দক্ষিণ ভারতে বর্তমানে প্রতি কেজি চা গড়ে ১১৫ রুপি ৭ পয়সায় বিক্রি হচ্ছে। গত বছর এ অঞ্চলে পণ্যটির গড় দাম ছিল ১০৪ রুপি ৯০ পয়সা।

ইউপিএএসআইয়ের তথ্যমতে, ভারতের বাজারে বর্তমানে প্রতি কেজি চা গড়ে ১১৬ রুপি ৩ পয়সায় বিক্রি হচ্ছে। ২০১০ সালের পর এটিই পণ্যটির সর্বোচ্চ দর। সর্বশেষ দুই বছর ঊর্ধ্বমুখী ছিল পণ্যটির দর। তবে তার আগের বছর অর্থাৎ ২০১৪ সালে চায়ের দাম বেশ কম ছিল। ওই বছর গড়ে প্রতি কেজি চা ৯৩ রুপি ৬ পয়সায় বিক্রি হয়েছিল।

ভারতীয় চা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ মৌসুমে দেশটিতে সব মিলে ১২৫ কোটি ৪ লাখ ৯০ হাজার কেজি চা উৎপাদন হয়। ২০১৫-১৬ মৌসুমে দেশটিতে পণ্যটি উৎপাদনের পরিমাণ ছিল ১২৩ কোটি ৩১ লাখ ৪০ হাজার কেজি। এ হিসাবে এক মৌসুমের ব্যবধানে ভারতে চা উৎপাদন বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ বা ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার কেজি। উৎপাদিত চায়ের সিংহভাগই এসেছে উত্তর ভারতীয় অঞ্চল থেকে। তবে এ মৌসুমে ভারতের দক্ষিণাঞ্চলে পণ্যটির উৎপাদন কমেছে। উৎপাদন হ্রাসের কারণেই অঞ্চলটিতে চায়ের দাম বাড়ছে বলে জানিয়েছেন ইউপিএএসআইয়ের চেয়ারম্যান।

খবরটি পঠিত হয়েছে ১০১ বার
font
font
সর্বাধিক পঠিত
আজকের ভিউ
পুরোন সংখ্যা
Click Here
সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান । ব্যবস্থাপনা সম্পাদক - কাশেম হুমায়ুন ।
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com
Copyright thedailysangbad © 2017 Developed By : orangebd.com.
close