logo

orangebd logo
গেল সপ্তাহে সূচক পতন পুঁজিবাজারে
অর্থনৈতিক বার্তা পরিবেশক

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের সঙ্গে কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিল ১৬ দশমিক ০৬ শতাংশ। চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও টট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৫ কার্যদিবসে ২ হাজার ৯৭০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ৪ কার্যদিবসে ছিল ২ হাজার ৮৩১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। ৪ কার্যদিবস হিসাবে তুলনা করলে দেখা যায়, গত সপ্তাহে লেনদেন কমেছে ৪৫৪ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা বা ১৬.০৬ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে 'এ' ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ১৪ শতাংশ। 'বি' ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। 'এন' ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৯৫ শতাংশ। 'জেড' ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৩ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেঙ্ বা ডিএসইএঙ্ সূচক কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ বা ৯৬.৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ বা ৩২.১৬ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৪৩ শতাংশ বা ১৮.২২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির। আর দর কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৫১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ২৫ হাজার ৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ১.৮২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮৯ লাখ ৫০ হাজার ৮১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ১৪ লাখ ৪৬ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেঙ্টাইল লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৮৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৬১ লাখ ৭১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড পাওয়ার, এসিআই লিমিটেড, ন্যাশনাল ফিড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি।

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৮২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৯ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৬.৮৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯৯ লাখ ৮ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪ কোটি ৯৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেঙ্টাইল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৫.৯৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৯৪ কোটি ৬১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৫ দশমিক ৯৩ শতাংশ। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এঙ্মি ব্যাংক লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ২০ দশমিক ৫৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ১৫.৩৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১৫.১৮ শতাংশ, ফাস ফাইন্যান্সে ১৩.০২ শতাংশ, রূপালী ব্যাংকে ১২.২৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসে ১১.৩৮ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সে ১০.৭৬ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সে ১০.০৪ শতাংশ দর কমেছে।

এদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টি কোম্পানির। আর দর কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

খবরটি পঠিত হয়েছে ১০১ বার
font
font
সর্বাধিক পঠিত
আজকের ভিউ
পুরোন সংখ্যা
Click Here
সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান । ব্যবস্থাপনা সম্পাদক - কাশেম হুমায়ুন ।
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com
Copyright thedailysangbad © 2017 Developed By : orangebd.com.
close