logo

orangebd logo
বাস্তুহারাদের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে : জাতিসংঘ
সংবাদ ডেস্ক

বাস্তুহারাদের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্বে বাস্তুহারার সংখ্যা প্রায় প্রায় ৬ কোটি ৫৬ লাখ। অতীতে কখনো এ সংখ্যা দেখা যায়নি। গত সোমবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে এ সংখ্যা আগের বছরের তুলনায় ৩ লাখ বেশি। ২০১৪-১৫ সালে এ সংখ্যা বেড়েছিল ৫ লাখ। অর্থাৎ প্রতিবছরই বাস্তহারাদের সংখ্যা বেড়েই চলেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্রান্দি বলেন, 'এটা আন্তর্জাতিক কূটনৈতিক ব্যর্থতা। বিশ্ব এখন শান্তি প্রতিষ্ঠায় সক্ষম নয়। এখন সারা বিশ্বেই সহিংসতা দেখতে পাবেন আপনি। আর এ কারণেই লাখ লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে।' গ্রান্দি আরও বলেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোতেই এর সংখ্যা বেশি। ঘরহারা এ মানুষগুলোর ৮৪ শতাংশই নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলো থেকে এসেছেন। আমি আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দরিদ্র দেশগুলোকে কিভাবে শরণার্থী আশ্রয়ের বিষয়ে আহ্বান জানাই যেখানে ধনী দেশগুলোই আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর জাতিসংঘ প্রত্যাশা করছে, হয়তো এবার ধনী দেশগুলো এ শরণার্থীদের আশ্রয় দেবে।

খবরটি পঠিত হয়েছে ১০১ বার
font
font
সর্বাধিক পঠিত
আজকের ভিউ
পুরোন সংখ্যা
Click Here
সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান । ব্যবস্থাপনা সম্পাদক - কাশেম হুমায়ুন ।
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com
Copyright thedailysangbad © 2017 Developed By : orangebd.com.
close